দিনাজপুর-১ আসনে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন মোঃ মতিউর

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : | প্রকাশ: ২৬ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৪ পিএম
দিনাজপুর-১ আসনে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন মোঃ মতিউর

দিনাজপুর-১ আসনে কাহারোল উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বিকাল ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং ডাবোর ইউপির শাখা জয়নন্দ হাট কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়ন পরিষদ চত্বরে এক জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের ১০ দলীয় জোটের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোঃ মতিউর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাবোর ইউনিয়নের আমির মোঃ মোকছেদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ জাকিরুল ইসলাম। বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহারোল উপজেলা শাখার সভাপতি মোঃ তরিকুল ইসলাম ও সাধারন সম্পাদক এএসএম আব্দুর রাজ্জাক যুগ্ম সমন্বয়কারী, এনসিপি বীরগঞ্জ উপজেলা শাখার জেমিয়ন রায়, কাহারোল উপজেলা শাখার এসসিপির প্রধান সমন্বয়কারী কাবির আনাম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মোঃ মতিউর রহমান বলেন, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং একটি সুন্দর ও সুশাসিত বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে