আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের কাটাখালী গ্রামের জহির উদ্দীন গাজী (৭০)-এর দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২৬ জানুয়ারী) বিকাল ৪.৩০ টায় নামাজে জানাযা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা নামাজ পূর্ব আলোচনায় অংশ নেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ নূরুল আবছার মুরতাজা। জানাজায় ইমামতি করেন মরহুমের নাতি হাফেজ ইলিয়াস আলী। এসময় কুল্যা ইউনিয়ন জামায়াত আমীর মাওঃ ইউসুফ আলী, কাদাকাটি ইউনিয়ন আমীর মাওঃ আবু বক্কর সিদ্দিক, আলী হায়দার, মেহেদী হাসান, সিদ্দিকুর রহমান, আলহাজ্ব ইয়াকুব আলীসহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।