মুলাদীতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, ) : | প্রকাশ: ২৬ জানুয়ারী, ২০২৬, ০৭:২২ পিএম
মুলাদীতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

বরিশালের মুলাদীতে নির্বাচনী মাঠে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করার অভিযোগ করেছেন দলের নেতাকর্মীরা। গতকাল সোমবার বিকেল ৩টায় মুলাদী রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি নেতাকর্মীরা এ অভিযোগ করেন। ১০ দলীয় জোট প্রার্থী আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও তার কর্মীরা ভোটারদের কাছে এবং ফেসবুকে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করছে বলে দাবি করেন তারা।  সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী কামাল হোসেন বলেন, ১০ দলীয় জোটের প্রার্থী নিজে ও তার অনুসারীরা  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও সাধারণ ভোটারের কাছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর কথা লিখে অপপ্রচার চালাচ্ছেন। তিনি বলেন মুলাদী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সর্বাত্মক সহযোগী করে যাচ্ছে। বিএনপি চায়, সকলে মিলে একটি সুন্দর নির্বাচনী পরিবেশ তৈরি করতে।  সবাইকে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বিএনপি নেতারা বলেন, ফ্যাসিবাদ পতনের পরবর্তী বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এসময় উপস্থিত ছিলেন, মুলাদী উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক কাজী ইকবাল হোসেন চৌধুরী, মশিউর রহমান মাসুদ, উপজেলা স্বেচ্ছাসেবকদল আহবায়ক রোকনুজ্জামান মোল্লা, পৌর শ্রমিকদল সাধারন সম্পাদক মাসুদ খান রিকু, পৌর স্বেচ্ছাসেবকদল নেতা তামিম মল্লিক প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে