দৌলতপুরে সোনার দোকানে দুর্র্ধষ চুরি

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ২৬ জানুয়ারী, ২০২৬, ০৭:৩৮ পিএম
দৌলতপুরে সোনার দোকানে দুর্র্ধষ চুরি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লার দর্গা বাজারের মন্ত্রী গলিতে আক্কাস আলীর রিয়ন জুয়েলার্সের সোনার দোকানে দুর্র্ধষ চুরি হয়েছে। সোমবার ২৬ জানুয়ারী  ভোর সাড়ে ৬ টার দিকে চোর চক্র সাটার দরজার লক কেটে সোনা, রূপা ও নগদ টাকা সহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। দোকান মালিক সকালে দোকান খুলতে গিয়ে দেখে তার লক টি কেটে ভিতরে প্রবেশ করে সমস্ত মালামাল চুরি হয়ে গেছে। পার্শের সিসি ক্যমেরায় চোরের উপস্থিতি ও লক কেটে ভিতরে ডোকার দৃশ্য দেখা গেছে। এলাকার অইন শৃংখলা হুমকির মুখে পড়েছে, প্রতি নিয়ত চুরি, চাঁদাবাজী দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। চিহ্নিত সন্ত্রাসী চাঁদা বাজদের অত্যারে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বেলা ১১ টার দিকে স্থান পরিদর্শন করেছেন, স্থানীয়দের বলেন বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।এ দিকে একই ভাবে তারাগুনিয়া বাজারে  মোবাইলের দোকান দিয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে