শ্রীবরদীতে সকল প্রার্থীর নির্বাচনী ইশতেহার পাঠ

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) :
| আপডেট: ২৬ জানুয়ারী, ২০২৬, ০৭:৩৯ পিএম | প্রকাশ: ২৬ জানুয়ারী, ২০২৬, ০৭:৩৯ পিএম
শ্রীবরদীতে সকল প্রার্থীর নির্বাচনী ইশতেহার পাঠ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সোমবার (২৬ জানুয়ারী) বিকালে  শ্রীবরদী সরকারি কলেজ মাঠে এ আয়োজন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার। শ্রীবরদী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. মনিরুজ্জামানের সণ্ঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে নির্বাচনী আচরণবিধি নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন উপজেলা নির্বাচন কমিশন কর্মকর্তা মো. কামরুল হাসান। এরপর জুলাই-আগষ্ট গণ-অভ্যুত্থানের স্মৃতিচারণ করে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে ছাত্র-জনতার ভূমিকার ব্যাপারে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহত জুলাইযোদ্বা মো. আরিফ। পরবর্তীতে ধারাবাহিকভাবে শেরপুর-৩(শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের ৫ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নিজেদের নির্বাচনী ইশতেহার পাঠ করেন। প্রথমে ইশতেহার পাঠ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু তালেব মো. সাইফুদ্দিন। পরবর্তীতে ইশতেহার উপস্থাপন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নুরুজ্জামান বাদল। এরপর ইশতেহার পাঠ করেন একমাত্র স্বতন্ত্র ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মো. আমিনুল ইসলাম। তারপর ইশতেহার পাঠ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল। সবশেষে ইশতেহার পাঠ করেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ মার্কসবাদী) কাচি প্রতীকের প্রার্থী মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে ইশতেহার পাঠ শেষে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মনীষা আহমেদ তাঁর বক্তব্যে বলেন, ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে সকল প্রার্থীদের উপস্থিতি ও এক মঞ্চে বক্তব্য সত্যিই এক অনন্য মাইলফলক স্পর্শ করেছে রাজনৈতিক চর্চায়, যা বাংলাদেশকে বহুদুর এগিয়ে নিয়ে যাবে। এসময় রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারের জন্য গণভোট সম্পর্কেও আলোচনা করেন তিনি।এছাড়াও ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম, বিভিন্ন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে