রাজশাহীর বাগমারায় বিহানালী ইউনিয়নে ধানের শীষের পথসভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারি সোমবার বিকেল পাঁচ'টায় বিহানালী হাইস্কুল মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়। বিহানালী ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে এই পথসভা অনুষ্ঠিত হয়।
বিহানালী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদুর রহমান মিলনের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৪ বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডি এম জিয়াউর রহমান জিয়া।
সভায় বক্তব্য রাখেন রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল, মোস্তাফা সারোয়ার মিঠু, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইসাহাক আলী সহ আরও অনেকে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ডিএম জিয়া বলেন, আপনারা যদি আমাকে ভোটে নির্বাচিত করেন, তাহলে আপনাদের নিরাপত্তা সহ সকল বিষয়ে খেয়াল রাখবো। সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে কৃষি, শিক্ষা, যোগাযোগ, চিকিৎসা জননিরাপত্তা বিষয়ে।
মহিলাদের ফ্যামিলি কার্ড, কৃষকদের কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ড দিয়ে নাগরিকদের সকল মৌলিক অধিকার নিশ্চিত করা হবে।
আমি দীর্ঘ দিন আউচপাড়া ইউনিয়ন এবং বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম।
আমি যুগ যুগ ধরে আপনাদের পাশে আছি। আপনাদের যেকোন সমস্যার কথা বলতে কোন মাধ্যম ধরতে হবে না। আমাকে স্যার সম্বোধন করতে হবে না। বিএনপি সরকার গঠন করতে পারলে ঈমাম, মোয়াজ্জিন, খতিবদের সম্মানীর ব্যবস্থা করা হবে। বাগমারার সব শ্রেণি পেশার মানুষের নিরাপত্তার দিকে নজর থাকবে। প্রত্যেক নাগরিকের জীবন যাত্রামর মান অনুযায়ী স্ব-স্ব এলাকায় মূল্যায়ন করা হবে। দিনব্যাপী বিহানালী ইউনিয়নের বিভিন্ন গ্রামে পায়ে হেটে গণসংযোগ করেন। সভায় ইউনিয়ন, উপজেলার সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দেশ, জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন ওলামা দল নেতা মকলেছুর রহমান মুকুল।
অপর দিকে একই দিন ভবানীগঞ্জ পৌরসভার সাদিপুর, পাহাড়পুর ইউনিট বিএনপির স্থানীয় কার্যালয় উদ্বোধন করা হয়।