জামালপুরের মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষা সফর ২৬ জানুয়ারি সম্পন্ন হয়।
২৫ জানুয়ারি দিবাগত রাতে শিক্ষক-শিক্ষার্থী, এসএমসি’র সদস্য এবং কর্মচারিবৃন্দ স্কুল থেকে নরসিংদী ড্রিম হলিডে পার্কের উদ্দেশ্য যাত্রা করেন।
২৬ জানুয়ারি সকাল ড্রিম হলিডে পার্কে অবতরণ শেষে দিনভর প্রকৃতি অনুভব এবং বিভিন্ন রাইডে অংশ গ্রহণ করেন।
এই সফরের নেতৃত্ব দেন প্রধান শিক্ষক মোহন তালুকদার।
পুরো সফরের তত্বাবধানে ছিলেন এসএমসির; সভাপতি ও সাবেক জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব একেএম ইহছানুল হক মন্জু।
পুরো সফরের দৃশ্য ধারণ এবং লাইভ প্রচার করেন-উপজেলা স্কাউটসর সহকারি কমিশনার মোরশেদুল আলম।