ভাঙ্গুড়ায় জামায়াতে ইসলামীর যুব বিভাগের সম্মেলন অনুষ্ঠিত

এফএনএস (মনিরুজ্জামান ফারুক; ভাঙ্গুড়া, পাবনা) : | প্রকাশ: ১১ জানুয়ারী, ২০২৫, ০৭:১২ পিএম
ভাঙ্গুড়ায় জামায়াতে ইসলামীর যুব বিভাগের সম্মেলন অনুষ্ঠিত

পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে আব্দুস সাদিক কে সভাপতি ও আতিকুর রহমান আতিক কে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে উপজেলা মডেল মসজিদ ইমাম প্রশিক্ষণ কেন্দ্রে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাবনা জেলার যুব বিভাগের সভাপতি এডভোকেট আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর তরবিয়ত সেক্রেটারি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা আলী আজগর। যুবনেতা আব্দুস সাদিকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মহির উদ্দিন, নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান, সেক্রেটারি অধ্যাপক আবুল হাশেম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবু হুরায়রা হৃদয় প্রমুখ।  এদিকে উপজেলা জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও শ্রমিক কল্যাণ  ফেডারেশনের নেতৃবৃন্দ নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন। 

আপনার জেলার সংবাদ পড়তে