গাইবান্ধা সদর উপজেলায় বাংলাদেশ কৃষি বিভাগ (বিএডিসি)র ২০০ বস্তা ইউরিয়া সার পাচারকালে জব্দ করা হয়েছে। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ২৭ জানুয়ারি রাত ৯টার দিকে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বাবু। জানা যায়, পলাশবাড়ীর ডিলারদের বরাদ্দের এসব সার ট্রাকে করে কুড়িগ্রাম জেলায় পাচার করার চেষ্টা করছিল। এরই মধ্যে ট্রাকটি গাইবান্ধার কদমতলী এলাকায় পৌঁছালে স্থানীয়রা আটক করে প্রশাসনকে খবর দেয়। পরে কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে সারগুলো জব্দ করেন। এসময় ট্রাক চালক মিন্টু মণ্ডলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তার বাড়ি সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়া হাসপাতাল গ্রামে। এ বিষয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বাবু বলেন, ৫০ কেজির ২০০ বস্তা ইউরিয়া সার জব্দসহ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসব সার উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে।