আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় যৌথ বাহিনীর এক নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়ায় অংশগ্রহণ করে উপজেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাব। ২৮ (জানুয়ারী) বুধবার বিকেল ৪ টার সময় ক্ষেতলাল উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া এই মহড়া ক্ষেতলাল সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ পর্যন্ত প্রদক্ষিণ করে। পরে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জানা গেছে, জয়পুরহাট-২ আসনের নির্বাচনি এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে এ মহড়া পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার সানজিদা চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ, ক্ষেতলাল আর্মি ক্যাম্প উপ অধিনায়ক ক্যাপ্টেন তানভীর। বিজিবির নায়েব সুবেদার মফিদুল ইসলাম, র্যাবের ডিএডি শাহ আলম, ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলমসহ পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র্যাবের সদস্যরা।