বরগুনা-১ আসনে সিসিটিভির কাজ সমাপ্তের পথে

এফএনএস (মোঃ আবদুল্লাহ আল নোমান; আমতলী, বরগুনা) :
| আপডেট: ২৮ জানুয়ারী, ২০২৬, ০৭:১৭ পিএম | প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০২৬, ০৭:১৭ পিএম
বরগুনা-১ আসনে সিসিটিভির কাজ সমাপ্তের পথে

বরগুনা জেলায় দুটি সংসদীয় আসন। বরগুনা-১, বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলা। মোট ভোটারের সংখ্যা ৫,১৩,১৭২। আমতলী উপজেলায় ভোটার সংখ্যা ১,৮৪,৮৪৮। এর মধ্যে পোস্টাল ভোট ১৯৭৯ জন।  উপজেলা সরকারি রিটারিং  কর্মকর্তা ও নির্বাচন অফিস  সূত্রে জানা গেছে, মোট কেন্দ্র ৬৫ ও বুথ ৪০০ টি। ইতিমধ্যে ৩৯টির সিসিটিভি ক্যামেরার কার্যক্রম সমাপ্ত হয়েছে। বাকিগুলো চলমান আছে।  উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জিয়াউল হক বলেন, অধিক ঝুঁকিপূর্ণ রয়েছে ৮টি ও ঝুঁকিপূর্ণ ১৮টি কেন্দ্র রয়েছে।  উপজেলা সহকারি রিটারিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী বলেন, বরগুনা ১ আসনে ৪জন প্রার্থী রযেছেন। সিসিটিভি ক্যামেরা প্রতিষ্ঠান প্রধানদের লাগানোর জন্য বলা হয়েছে, মন্ত্রণালয় থেকে অর্থ আসলে তাদের পরিশোধ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে