নির্বাচনে আইনশৃঙ্খলা প্রস্তুতি প্রত্যাশার চেয়েও ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস (এইচ এম শহিদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০২৬, ০৭:২১ পিএম
নির্বাচনে আইনশৃঙ্খলা প্রস্তুতি প্রত্যাশার চেয়েও ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের প্রস্তুতি প্রত্যাশার চেয়েও ভালো। আমরা যতটুকু আশা করেছিলাম, তার চেয়েও উন্নত প্রস্তুতি গ্রহণ করেছে সিলেটের প্রশাসন। এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (২৮ জানুয়ারি) সিলেটের সুবিদবাজারস্থ প্রাইমারি ট্রেনিং সেন্টারের অডিটোরিয়ামে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এবারের নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। এছাড়া প্রয়োজন অনুযায়ী কিছু কেন্দ্রে ড্রোন ব্যবহার করা হবে। ভোটকেন্দ্রের নিরাপত্তায় থাকবে বডিওর্ন ক্যামেরা ও ডগ স্কোয়াড। প্রতিটি কেন্দ্রে ১০ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন, যার মধ্যে ৬ জন পুরুষ ও ৪ জন নারী। এদের মধ্যে তিনজন থাকবেন সশস্ত্র আনসার। তিনি আরও বলেন, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে স্ট্রাইকিং ফোর্স গঠন করা হয়েছে। পাশাপাশি মাঠে থাকবে মোবাইল টিম। সব মিলিয়ে এবারের প্রস্তুতি অত্যন্ত শক্তিশালী ও সুসংগঠিত। কোথাও কোনো ঘাটতি নেই। অন্যান্য যে কোনো সময়ের তুলনায় এবার নির্বাচন ঘিরে প্রস্তুতি আরও ভালো।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের সঙ্গে জড়িত কর্মকর্তাদের মধ্যে আওয়ামী লীগের দোসর বলে কিছু নেই। সবাই সৎ ও দায়িত্বশীল কর্মকর্তা। তারা সবাই একটি অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে কাজ করছেন। এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট বিভাগের কমিশনার খান মো. রেজা-উন-নবী, আইজিপি বাহারুল আলমসহ সিলেটের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আপনার জেলার সংবাদ পড়তে