ময়মনসিংহের ভালুকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে সহকারী রির্টানিং অফিসার,সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বিকাল ৫টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ ফিরোজ হোসেন সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, হরিণ প্রতীকের 'স্বতন্ত্র' প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম, গন অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, ১০ দলীয় জোটের শাপলাকলি প্রতীকের এনসিপির প্রার্থী জাহিদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মোঃ মোস্তফা কামাল। আলোচনা সভায় প্রার্থীরা বক্তব্যে অঙ্গিকার করেন নির্বাচনী এলাকায় আচারন বিধি লঙ্গনের মতো ঘটনা যাতে না ঘটে সেই দিকে লক্ষ্য রেখে প্রচারনা চালাবেন।পরে তারা দর্শকদের সামনে মঞ্চে হাতে হাত মিলিয়ে কৌশল বিনিময় করেন।