কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চার উপর কৃষক প্রশিক্ষণ

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০২৬, ০৭:৩৭ পিএম
কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চার উপর কৃষক প্রশিক্ষণ

কিশোরগঞ্জ সদর উপজেলায় পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী উত্তম কৃষি চর্চা (গুড এগ্রিকালচারাল প্রাকটিস) এর আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষক হিসেব উপস্থিত ছিলেন কৃষি অফিসার জয়নুল আলম তালুকদার,কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মাঈন উদ্দিন, শবনম মোস্তারী। বুধবার (২৮ জানুয়ারি ) উপজেলা কৃষি অফিস হলরুমে সদরের ৬০ জন কৃষকদের এ প্রশিক্ষণ দেওয়া হয়। আগামীর বাণিজ্যিক কৃষি সম্প্রসারণে উত্তম কৃষি ভালো ভূমিকা রাখবে। উত্তম কৃষি চর্চার মূল উপাদানগুলো সুষম সার প্রয়োগ, জৈব সার ব্যবহার এবং ফসল আবর্তনের মাধ্যমে মাটির উর্বরতা বজায় রাখা। রোগমুক্ত, উচ্চফলনশীল জাতের বীজ বা চারা ব্যবহার করা। পানি সাশ্রয়ী প্রযুক্তি যেমন ড্রিপ বা স্প্রিঙ্কলার ব্যবহার। সমন্বিত বালাই ব্যবস্থাপনা পদ্ধতি অনুসরণ করে কম রাসায়নিক ব্যবহার। কীটনাশক ও অন্যান্য রাসায়নিক কম ব্যবহার করে পরিবেশবান্ধব কৃষি। কৃষিকাজে নিয়োজিত শ্রমিকদের নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা। ফসল তোলার পর পরিষ্কার-পরিচ্ছন্নভাবে সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ।  সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জয়নুল আলম তালুকদার জানান, সারবিশ্বের সাথে তাল মিলিয়ে কৃষি সম্প্রসারণ অধিদফতরের মাধ্যমে বাংলাদেশ এঅচ পরিচালনা হচ্ছে। আমরা কৃষকদের পাঁচটি মডিউল এবং ২৪৬ প্রকারের অনুশীলনে খাতে কলমে দক্ষ করে গড়ে তুলতে  আমরা সদর উপজেলায়  চাষীদেরকে প্রশিক্ষিত করছি। উত্তম কৃষি চর্চার আওতায় উৎপাদিত সবজি শতভাগ নিরাপদ যা রফতানিযোগ্য হিসেবে আবাদ হচ্ছে। আগামীতে এই পদ্ধতিতে আবাদ দ্রুত সম্প্রসারিত হবে।  এঅচ ভবিষ্যতে টেকসই কৃষি, নিরাপদ খাদ্য, রফতানি সম্ভাবনা ও কৃষকের উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে। এছাড়াও গণভোট ২০২৬ সংসদ নির্বাচন-দেশের চাবি আপনার হাতে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধি ও প্রচার-প্রচারণা কার্যক্রম এবং চাষীদের মধ্যে গণভোটের প্রচারে ভোটার উদ্ধুদ্ধকরণ ও জনসচেতনতার লক্ষ্যে নানা দিকনির্দেশনা প্রদান করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে