আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত করার লক্ষে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার ৬নং সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে দোরমুটিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ওই নির্বাচনী জনসভায় জনতার ঢল নামে। জনসভায় সদর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের হাজার-হাজার নেতাকর্মীরা মিছিলসহ অংশগ্রহণে জনসভাটি প্রানবন্ত হয়ে উঠে। সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার শফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-৬ (কেশবপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপি'র সভাপতি সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক কাউন্সিলর মশিয়ার রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, পৌর বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি সাবেক কাউন্সিলর কুতুব উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম অটল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন বিশ্বাস, ত্রাণ ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক আবু নাঈম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সামছুল আলম বুলবুল প্রমুখ।