চাঁদপুরে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে এনসিপি’র প্রচারণা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২৬, ১১:৫৮ এএম
চাঁদপুরে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে এনসিপি’র প্রচারণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে চাঁদপুরে প্রচারণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (২৮ জানুয়ারি) সকাল থেকে প্রচার গাড়ি নিয়ে চাঁদপুর পৌর সাত নং ওয়ার্ড বড় স্টেশন মূল হেড এলাকা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় ঘুরে প্রচারণা চালায়। এসময় সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় ঘুরে ঘুরে গণভোটের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। প্রচার চলাকালে গাড়ির এলইডি স্ক্রিনে জুলাই সনদের আলোকে গণভোটের গুরুত্ব তুলে ধরা হয় এবং ভোটারদের উদ্দেশে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। গনভোটে হ্যাঁ ভোটকে বিজয় করতে চাঁদপুর জেলা জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও চাঁদপুর-০৩ আসনে গনভোটের এম্বাসাডর মাহবুব আলম এর নেতৃত্বে হ্যাঁ ভোটের পক্ষে এই প্রচারনা করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে