শৈলকূপায় জমি নিয়ে ২ পক্ষের সংঘর্ষে আহত ১৫

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) : | প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২৬, ০৫:৫৮ পিএম
শৈলকূপায় জমি নিয়ে ২ পক্ষের সংঘর্ষে আহত ১৫

ঝিনাইদহের শৈলকুপায় জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন  গুরুতর আহত হয়েছে।  বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ২নং মির্জাপুর ইউনিয়নের সাধুখালী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সাধুখালী গ্রামের নূর আলী বাদশা এবং শহিদুল মাস্টারের সমর্থকদের মধ্যে জমি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তার জের ধরে বৃহস্পতিবার  সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র, বাঁশের লাঠি ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।  সংঘর্ষে  আইয়ুব হোসেন (৬০), মোলায়েম হোসেন (৫৫), মোঃ নুরুল হোসেন (৪৫) এবং নূর আলী বাদশা (৪৭)।শহিদুল মাস্টার গ্রুপ: মতিয়ার রহমান (৪৮), নূর আলী (৪৫), আতিয়ার রহমান (৪৬), ইজারত মন্ডল (৬০), মদিনা খাতুন (৫৫) এবং ১৩ বছর বয়সী কিশোর আহাদসহ ১৫ জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে  শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  আহতদের মধ্যে মতিয়ার রহমানের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেলে রেফার করা হয়েছে । বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান, সংঘর্ষ থামাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন  করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে। এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ বা মামলা করেনি। করলে অবশ্যই আইন  ভাবে ব্যবস্থা নেয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে