চাঁদপুর পুরাণ বাজার মধুসূদন হরিসভা (এম.এইচ.)উচ্চ বিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বৃহস্পতিবার ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে স্কুল মাঠে বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সকাল সাড়ে নয়টার সময় জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এই বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন এবং মেধা ও ক্রীড়া পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন। তিনি বলেন, বছরের এই দিনটির জন্য শিক্ষার্থী অধীর আগ্রহে অপেক্ষা করেন। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার একটি অন্যতম মাধ্যম হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান। আপনারা জানেন, গত বছর এসএসসি পরীক্ষায় বিভিন্ন বিদ্যালয়ের রেজাল্ট ভালো ছিল না। তবে এই স্কুলের গড় পাশের হার ছিল ৮০ পার্সেন্ট। এটা সম্ভব হয়েছে বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির অক্লান্ত পরিশ্রম ও পর্যবেক্ষণ। আমি আশা করব আগের চেয়ে এ বিদ্যালয়টি আরো ভালো ফলাফল করবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাষ চন্দ্র রায়,শিক্ষানুরাগী ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার ও পুরাণ বাজার মধুসূদন হরিসভা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গণেশ চন্দ্র দাস। এ সময় চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সিনিয়র সহ-সভাপতি তমাল কুমার ঘোষ,পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো.আলী হোসেন, পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান মো.ফরিদ বেপারি, ব্যবসায়ী আলহাজ্ব আবুল বাশার বাসু হাজী,বিপ্লব গোপ,২ নং বালক সপ্রাবি'র অবসরপ্রাপ্ত শিক্ষক ধ্রুবরাজ বণিক,ম্যানেজিং কমিটির সাবেক সদস্য জাকির হোসেন খান শিপনসহ অন্যান্য অতিথিবৃন্দ,শিক্ষক শিক্ষার্থী অভিভাবকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে সভাপ্রধান হিসেবে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শাহীন সুলতানা। ক্রীড়া প্রতিযোগিতার সঞ্চালনায় ছিলেন শিক্ষক ওয়াহিদুর রহমান লাবু।অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক হুসাইন আহমেদ। আলোচনা-পর্ব শেষে শিক্ষার্থীরা দেশের গানের সাথে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে।পরে জিপিএ ৫ প্রাপ্তসহ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মেধা ও ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এবারের ক্রীড়া অনুষ্ঠান সূচির মধ্যে ছিল প্রধান অতিথী ও বিশেষ অতিথিদের আসন গ্রহণ,তকদেরকে ফুলেল শুভেচ্ছায় ব্যাজ পরানো, কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, পতাকা উত্তোলন, প্রধান শিক্ষকের স্বাগত ভাষণ, অতিথিদের বক্তব্য, প্রধান অতিথি কর্তৃক ক্রীড়া অনুষ্ঠান উদ্বোধন ও পুরস্কার বিতরণ এবং সবশেষে সভাপতির ভাষণ। অনুষ্ঠানের উল্লেখযোগ্য দিক ছিলো জিপিএ ৫ প্রাপ্ত পাঁচ জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান, স্কাউট সদস্যদের শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন এবং শিক্ষার্থীদের বিশেষ মুহূর্তে একসাথে করতালি। ক্রীড়া প্রতিযোগিতার আকর্ষণীয় ইভেন্ট 'যেমন খুশি তেমন ' বেশ উপভোগ্য হয়।