চাঁদপুর-৩ আসনে গণসংযোগে কাস্তে মার্কার প্রার্থী

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২৬, ০৬:০৭ পিএম
চাঁদপুর-৩ আসনে গণসংযোগে কাস্তে মার্কার প্রার্থী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ ( চাঁদপুর সদর-হাইমচর) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক, বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার ও বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি  যুবনেতা, লেখক ও শিক্ষক নেতা কমরেড মো: জাহাঙ্গীর হোসেনের কাস্তে মার্কার সমর্থনে ২৮ জানুয়ারি, বুধবার, সকাল থেকে বিকেল পর্যন্ত চাঁদপুর সদরের তরপুরচন্ডী,বিষ্ণুপুর, কল্যাণপুর ও আশিকাটি ইউনিয়নের আংশিক এলাকায় গণসংযোগ করা হয়। গণসংযোগে প্রার্থীর সাথে অন্যান্যের মধ্যে অংশ নেন জেলা বাসদের সমন্বয়ক দিপালী রাণী দাস,  জেলা যুব ইউনিয়নের অর্থ সম্পাদক কমল চন্দ্র দাস, যুব ইউনিয়নের কর্মী মো: শাহিন, শিহাব। এরপর সন্ধ্যা থেকে রাত ৮ টা পর্যন্ত শেখের হাট ও চরমেশা এলাকায় গণসংযোগ করা হয়। এ সময় প্রার্থীর সাথে অংশ নেন জেলা সিপিবির সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজী, জেলা কমিটির সদস্য কমরেড চন্দ্র শেখর মজুমদার, জেলা উদীচীর সাধারণ সম্পাদক মো: জহির উদ্দিন বাবর, জেলা যুব ইউনিয়নের অর্থ সম্পাদক কমল চন্দ্র দাস, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সহসভাপতি মো: হেলাল উদ্দিন ও সাবেক সভাপতি প্রণব ঘোষ, মঠখোলা এলাকার সিপিবির সম্পাদক মো: শাহিন। গণসংযোগকালে এমপি প্রার্থী জাহাঙ্গীর হোসেন বলেন, চরমেশা চরাঞ্চলবাসীর রাস্তাঘাট অনুন্নত। শত শত বছর ধরে এই এলাকার মানুষের জীবন মান নিম্ন পর্যায়ে। যোগাযোগের জন্য অন্তত দু'টো সেতু নির্মাণ অতীব জরুরি। এ এলাকায় ৫ হাজার মানুষের বসবাস। শিশু-কিশোরদের বিদ্যালয়ে আসা-যাওয়া করা খুবই ঝুঁকিপূর্ণ।  চরমেশা এলাকাটিকে সুন্দর একটি পর্যটন কেন্দ্রে রুপান্তর করা যায়। এ এলাকার মানুষের এখনকার স্বপ্ন দুটো সেতুর ব্যবস্থা করা। নির্বাচিত হলে চরমেশা এলাকাবাসীর যোগাযোগের সুবিধার জন্য সেতু নির্মাণ করা হবে। এখানে একটি কমিউনিটি ক্লিনিকেরও ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, এদেশের শ্রমজীবী মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বামপন্থীদের ক্ষমতায় আনতে হবে। তাই কাস্তে মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

আপনার জেলার সংবাদ পড়তে