কিশোরগঞ্জের জনপ্রিয় জননেতা সাবেক এমপি প্রয়াত আলমগীর হোসেনের ৩৪ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২৯ জানুয়ারি বৃহস্পতিবার সকালে জেলা সদরের মহিনন্দে অবস্থিত মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগার মক্তবে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।এতে মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের প্রতিষ্ঠাতা ও যুব উন্নয়ন পরিষদের সভাপতি মো. আমিনুল হক সাদীর সভাপতিত্বে মাহফিলে মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের সাধারণ সম্পাদক রিয়াদ হোসাইনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও ইফার সহজ কুরআন শিক্ষা কেন্দ্রের কোমলমতি শিশুরা উপস্থিত ছিলেন। আমিনুল হক সাদী জানান, কিশোরগঞ্জের জনপ্রিয় জননতা সাবেক এমপি প্রয়াত আলমগীর হোসেনের স্মৃতিকে টিকিয়ে রাখার লক্ষে আমার প্রতিষ্ঠিত মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের তথ্য সংগ্রহে জীবনীগ্রন্থ বের করে আলমগীর সিটি। এছাড়াও একটি আলমগীর কর্নার ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের ৯ তারিখে আলমগীরপুত্র আলমগীর সিটির ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি মো. শফিকুল আলম শিপলু শুভ উদ্বোধন করেছিলেন। পাঠাগারটির উদ্যোগে এই জননেতাকে মরণোত্তর সম্মাননাও প্রদান করা হয়েছিলো। আজকের এই দিনে ১৯৯২ সালের ২৯ জানুয়ারি না ফেরার দেশে পারি জমান এই নেতা। এ উপলক্ষে দোয়াার আয়োজন করেছি। এছাড়াও প্রয়াত রাজনীতিবিদ ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিন শাহজাহান স্মরণে বিশেষ দোয়া করা হয়। এ সময় মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের দায়িত্বশীলসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদিকে এ উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের নিয়ে দোয়া মাহফিল ও শিশুদের দুপুরের খাবার ও দোয়ার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।