ঈদগাঁওতে আওয়ামী লীগ নেতা আটক

এফএনএস (রেজাউল করিম; ঈদগাঁও, কক্সবাজার) : | প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২৬, ০৬:১৬ পিএম
ঈদগাঁওতে আওয়ামী লীগ নেতা আটক

কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি সোহেল জাহান চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। আজ ২৯ জানুয়ারি বৃহস্পতিবার ভোরে ইউনিয়নের জাগির পাড়ার নিজ বাসভবন থেকে যৌথ বাহিনী তাকে আটক করে। পরে তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জানা গেছে, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে এর মধ্যে কয়েকটিতে তিনি জামিনে রয়েছেন বলে দাবি করেছেন তার বড় ভাই শাহীন জাহান চৌধুরী। এর আগে তিনি বুধবার ইউনিয়নের পাল পাড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী লুৎফুর রহমান কাজলের পক্ষে ভোটের প্রচারণা চালিয়েছেন বলে জানা গেছে। এরও আগে তিনি এলাকাবাসীর উপস্থিতিতে তারই এলাকার সংসদ সদস্য প্রার্থীর পক্ষে ভোট দান ও কাজ করার অনুমতি চান। উপস্থিত লোকজন এতে সম্মতি জ্ঞাপন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে