কমলগঞ্জে হিফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের সম্মাননা

এফএনএস (এস.কে.দাস; কমলগঞ্জ, মৌলভী বাজার) : | প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২৬, ০৬:১৮ পিএম
কমলগঞ্জে হিফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের সম্মাননা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পবিত্র কুরআন মাজিদ হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের মধ্যে পাগড়ী প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে উপজেলার মাধবপুর ইউনিয়নের পুরানবাড়ি এলাকার মদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন সিপার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হান্নান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সহ-সভাপতি এহসানুল ইসলাম, ইফতেকার হোসাইন, শাহ নেওয়াজ হোসাইন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসার শিক্ষক খায়রুল ইসলাম। এ সময় মাদ্রাসার তিনজন শিক্ষার্থী-মো. ইমরান হোসাইন তপু, মো. সাইফুল ইসলাম ও মো. দেলওয়ার হোসাইন শাফী-অল্প সময়ে পবিত্র কুরআন মাজিদ হিফজ সম্পন্ন করায় তাদেরকে পাগড়ী পরিয়ে দেওয়া হয়। পাশাপাশি সম্মাননা ক্রেস্ট ও মাদ্রাসার প্রতিষ্ঠাতার পক্ষ থেকে মোট তিন লক্ষ টাকা নগদ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাদ্রাসার প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন সিপার বলেন, “এই তিন শিক্ষার্থী খুব অল্প সময়ে কুরআন শরিফ হিফজ সম্পন্ন করেছে। তাদের এই কৃতিত্বের স্বীকৃতি হিসেবে আমরা সম্মাননা প্রদান করেছি। ভবিষ্যতে তাদের পড়াশোনার জন্য প্রয়োজনীয় সব খরচ আমি বহন করবো। তারা যেন দ্বীন ও মানুষের কল্যাণে কাজ করতে পারে-এই দোয়া করি।

আপনার জেলার সংবাদ পড়তে