বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে আগামী বিপিএল ও সকল প্রকার আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে, শুধু তাই নয় বগুড়ার রাজধানী খ্যাত শেরপুর উপজেলায় আধুনিক মানের খেলার মাঠ তৈরি করা হবে, মেলা ও সভা সেমিনার করে খেলার মাঠ যেন নষ্ট না করা হয় সেদিকে সবার খেয়াল রাখতে হবে। যুব সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই কিশোর ও যুবকদের মাঠমুখী করতে আমরা নানা পদক্ষেপ হাতে নিয়েছি। ২৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে শেরপুর ডিজে সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বগুড়া শেরপুরে নাবিল গ্রুপ ও ফুডেলার সৌজন্যে শেরপুর প্রিমিয়ার লিগের সিজন-১ এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মোকছেদুল কামাল বাবু উপরোক্ত কথাগুলো বলেন। উক্ত অনুষ্ঠানে আহসান কবীর কাননের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বগুড়া শহীদ চান্দু ষ্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহামন জামিল, জেলা ক্রীড়া সংস্থার সদস্য খালেদ মাহমুদ রুবেল, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের এনেস্থেসিয়ালজিস্ট ডা. ইকবাল হাসান সনি, সেবা নার্সিং হোমের স্বত্তাধিকারী ডা. শাহ আলী প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুভ কুন্ডু, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হক, শফিকুল ইসলাম শরীফ, সাংবাদিক আবু জাহের, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম শফিক সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ। উক্ত ফাইনাল খেলায় রানা ষ্টীলকে ১১ রানে হারিয়ে কিংফিশার ক্রিকেট একাদ্বশ চ্যাম্পিয়ন হয়।