বাংলাদেশে ফিজিক্যাল কোন এডুকেশান ইউনিভার্সিটি নেই। আগামীতে এটা হতেই হবে। সেই লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কাজ করছে। আমি ঘোষণা দিচ্ছি এটা হয়েই গেছে আপনারা ধরেই নিতে পারেন। আমাদের আর্ন্তবর্তী সরকার শিক্ষাকে মানসম্মত, যুগোপযোগী এবং বিশ্বমানের করে গড়ে তোলার আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
শনিবার (১১ জানুয়ারী) সকাল সাড়ে সাড়ে ১১টায় রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউপির নারায়নপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের বৃত্তি ও শিক্ষা সামগ্রী প্রদান অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) প্রফেসর ড. এম আমিনুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সরকার এ খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। প্রধান উপদেষ্টা শিক্ষাখাতের উন্নয়নে বিশেষ অভিপ্রায় প্রকাশ করেছেন। তিনি বলেছেন, শিক্ষায় বরাদ্দটা সবচেয়ে কম। এটা আগামীতে সবচেয়ে বেশি করা হবে।
এ্যামেরিকা প্রবাসী আহম্মদ হোসেনের উদ্যোগে প্রতিষ্ঠিত ‘আহম্মদ চ্যারিটি সেন্টার’। এই চ্যারিটি সেন্টারের আয়োজনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে ল্যাপটপ ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এরমধ্যে বিশ্ববিদ্যালয়ের ৫ ছাত্রকে ল্যাপটপ ও ৩০ জনকে ৬ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।
জনাব আহম্মদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, রাজশাহী রেডিও সেন্টারের উপস্থাপক সোহেল মাহমুদ। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সালেহ হাসান নকীব ও কুষ্ঠিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মো. রফিকুল ইসলাম।
এছাড়াও তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুল ইসলাম, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান, রাষ্ট্রপতির পুরুস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ কৃষক নূর মোহাম্মদ ও নারায়নপুর স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব জসিমুদ্দিনসহ বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী ও অবিভাবকবৃন্দ। ই/তা