মুলাদীতে অস্ত্র ও হাতবোমা উদ্ধারের ঘটনায় ২৫ জনের বিরুদ্ধে মামলা

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) : | প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২৬, ০৭:০২ পিএম
মুলাদীতে অস্ত্র ও হাতবোমা উদ্ধারের ঘটনায় ২৫ জনের বিরুদ্ধে মামলা

বরিশালের মুলাদীতে অস্ত্র, হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। গত বুধবার রাতে বোয়ালিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. মাহবুব বাদী হয়ে মুলাদী থানায় মামলা করেন। এতে ১০জনের নাম উল্লেখ করে ২৫জনকে আসামি করা হয়েঝে বলে জানায় পুলিশ। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরাফাত জাহান চৌধুরী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত উপজেলার সফিপুর ইউনিয়নের বালিয়াতলী ও মন্তাজপুর এলাকায় মুলাদী ও হিজলা ক্যাম্পের সেনা সদস্যরা বালিয়াতলী ও মন্তাজপুর এলাকায় যৌথ অভিযান চালায়। এসময় ১টি রিভলবার, রামদাসহ দেশিয় অস্ত্র, হাতবোমা তৈরির গানপাউডার, স্পিন্টার ও অন্যান্য সরঞ্জাম, মোটরসাইকেলসহ ৮জনকে গ্রেপ্তার করা হয়।  বোয়ালিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. মাহবুব জানান, অস্ত্র ও হাতবোমা উদ্ধারের ঘটনায় বুধবার রাতে মুলাদী থানায় ২৫ জনকে আসামি করে মামলা হয়েছে। এতে বালিয়াতলী গ্রামের ইব্রাহীম তালুকদারের ছেলে জোবায়ের তালুকদার (২৬), দাদন হাওলাদারের ছেলে ইয়াকুব হাওলাদার (২৫), মন্তাজপুর গ্রামের রহিম হাওলাদারের ছেলে রহমাতুল্লাহ (২৫), পশ্চিম বালিয়াতলী গ্রামের মৃত নাসির হাওলাদারের ছেলে তোফাজ্জেল (২৫), উত্তর বালিয়াতলী গ্রামের মৃত আনিচ হাওলাদারের ছেলে নয়ন হাওলাদার (২৫), নেকমত আলী ব্যাপারীর ছেলে লাবন ব্যাপারী (২৮), মোকলেছুর রহমান সরদারের মেয়ে মোরশেদা (৪৫) এবং সরোয়ার হোসেনের মেয়ে মিতু (২০)সহ ১০জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি রয়েছে ১৫জন। আসামিদের মধ্যে ইয়াকুব হাওলাদার ও নয়ন হাওলাদারের বিরুদ্ধে ৩টি হত্যা মামলা রয়েছে। মুলাদী থানার ওসি আরাফাত জাহান চৌধুরী বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করেছে। গ্রেপ্তার ৮জনকে বৃহস্পতিবার সকালে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামি গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে