বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরল উপজেলা শাখা কর্তৃক শেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দলটি। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা মোঃ আব্দুর রশিদ ও সেক্রেটারি আজমির হোসাইন এর নেতৃত্বে বিরল পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল শেষে বিরল বাজার তিন শহিদ চত্বর (প্রাক্তন বকুলতলা মোড়) এ গিয়ে সমবেত হয়। এ সময় উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা মোঃ আব্দুর রশিদ, সেক্রেটারি আজমির হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি নাজমুল ইসলাম ও ১১ দলীয় ঐক্যের অন্যতম শরীক এনসিপির দিনাজপুর জেলার সাংগঠনিক সম্পাদক একরামুল হক আবীর বক্তব্য রাখেন। বক্তারা বলেন, শেরপুরের ঘটনায় পুলিশ ও প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ। প্রশাসন ও পুলিশ সময়মতো ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে এবং একপাক্ষিক আচরণ করেছে। এ ঘটনার জন্য দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তাবৃন্দ। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণে বাঁধা সৃষ্টি করা হলে দূর্বার আন্দোলন গড়ে তুলে প্রতিহত করা হবে।