পিরোজপুরে বিএনপির দু’শতাধিক নেতাকর্মী জামায়াতে যোগ

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২৬, ১০:২৯ পিএম
পিরোজপুরে বিএনপির দু’শতাধিক নেতাকর্মী জামায়াতে যোগ

পিরোজপুরে বিএনপি থেকে দু’শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান দিয়েছে। শনিবার রাতে পিরোজপুর সদর উপজেলার মিলবাড়ি নামক এলাকায় পিরোজপুর-১ আসনের জামায়াত প্রার্থী মাসুদ সাঈদীর এক নির্বাচনী উঠান বৈঠকে আনুষ্ঠানিকভাবে তারা জামায়াতে ইসলামীতে যোগ দেন।  ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল কুদ্দুস মৃধা ও ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাংগঠনিক সমপাদক আব্দুল জলিলসহ দু’শতাধিক বিএনপি কর্মী যোগ দেন। যোগ দেওয়া নেতাকর্মীরা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াত ইসলামীর মতো একটি আদর্শিক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমূলক রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে অপেক্ষা করছিলেন। বলেন, জামায়াতে ইসলামী মানুষের অধিকার, ন্যায়বিচার ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষে কাজ করছে। সেই  বিশ্বাস থেকেই তারা জামায়াতে যোগ দিয়েছেন।  ওই উঠান বৈঠকে জামায়াতে যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন পিরোজপুর-১ আসনের প্রার্থী মাসুদ সাঈদী। খায়রুজ্জামান আতিকের সঞ্চালনায় অনুষ্ঠিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন আনোয়ার হোসেন মৃধা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, জিয়ানগর উপজেলা আমির আলী হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা সেক্রেটারি এস এম পারভেজ এবং পিরোজপুর পৌরসভা জামায়াতের সভাপতি রফিকুল ইসলাম রকিবসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির বিকল্প নেই। জামায়াতে ইসলামী সেই বিকল্প শক্তি হিসেবে জনগণের আস্থা অর্জন করছে।

আপনার জেলার সংবাদ পড়তে