পিরোজপুরের কাউখালীতে শুক্রবার দিনব্যাপী কাউখালী কেজি ইউনিয়ন সরকারি বালক বিদ্যালয়ের হলরুমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোট গ্রহণকারী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউশনের আয়োজনে, প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদ। কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন অফিসার আব্দুল মান্নান, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইয়াকুব হোসাইন, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আরিফ বিল্লাহ। প্রশিক্ষণে ৪০ জন প্রিজাইডিং অফিসার, ১৪৫ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ৩০০ জন পোলিং অফিসার কর্মশালায় অংশগ্রহণ করেন।