বাংলার ঐতিহ্যবাহী শীত পার্বনকে স্বরণীয় করে রাখতে গতকাল শুক্রবার সকালে সোনারগাঁও পৌরসভার পৌর ভবনাথপুর এলাকায় সোনারগাঁ ক্যাডেট স্কুল এন্ড কলেজ ও অগ্নিবীণা কিন্ডারগার্টেনের যৌথ উদ্দোগে পিঠা উৎসবের আয়োজন করা হয়। সোনারগাঁ ক্যাডেট স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে এ উৎব অনুষ্ঠিত হয়।সোনারগাঁ ক্যাডেট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা গাজীপুর সিটিকর্পোরেশন কর নির্ধারন কর্মকর্তা এ্যাডঃ মোঃ মাসুম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের দপ্তর সম্পাদক প্রফেসার ডঃ আজগর আলী, সাবেক মেজর মোঃ নাসির উদ্দীন, সোনারগাঁও পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সোনারগাঁও পৌরসভার সাবেক কাউন্সিল ফারুক আহমেদ তপন, সোনালী ব্যাংক রুপগঞ্জ শাখার এজিএম মতিয়ার রহমান। এসময় ফ্যান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহেদ আলী, প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ ওয়াহিদুজ্জামান, দৈনিক আমার দেশ পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি ফজলে রাব্বী সোহেল, যুগান্তর প্রতিনিধি আল আমীন তুষার, সোনারগাঁও পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আহাম্মেদ হোসেন, ঈশাখাঁ একাদশের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বিপ্লব, শিক্ষক মশিউর রহমান, সাংবাদিক খায়রুল আলম খোকন, মোঃ মনির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।