কটিয়াদীতে সম্পত্তি নিয়ে বিরোধ

ভাতিজার টেঁটার আঘাতে চাচার মৃত্যু

এফএনএস (মোঃ রফিকুল হায়দার টিটু; কটিয়াদী, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৩০ জানুয়ারী, ২০২৬, ০৪:১৭ পিএম
ভাতিজার টেঁটার আঘাতে চাচার মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদীতে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার টেঁটার আঘাতে গুরুতর জখমী চাচা মাহমুদুর রহমান কামাল(৫৫) উরুফে কামাল মেম্বার বৃহস্পতিবার রাতে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তিনি উপজেলার আচমিতা ইউনিয়নের পূর্ব ভিটাদিয়া গ্রামের মৃত খুর্শিদ মেম্বারের ছেলে ও আচমিতা ইউপির সাবেক মেম্বার, আচমিতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছিলেন। শুক্রবার ময়নাতদন্তের পর সন্ধ্যায় জানাযার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়।  জানা যায়, বৃহস্পতিবার সকালে জমির আইল কাটাকে কেন্দ্র করে কামাল মেম্বারের সাথে তার বড় ভাইয়ের ছেলে সাদ্দামের সংঘর্ষের ঘটনায় কামাল মেম্বার মাথার একপাশে এবং তার ছেলে কাকন(১৮) হাতে টেঁটাবিদ্ধ হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।  জালাল উদ্দিন মাস্টার মুঠোফোনে জানান, ১৭ বছর যাবত জমি ও দোকান নিয়ে ভাইয়ের সাথে বিরোধ চলে আসছে। পিতার জীবদ্দশায় জমি জমা বন্টন করে দিলেও তারা জোর পূর্বক আমার জমি ভোগদখল করে আসছে। বৃহস্পতিবার সকালে কামাল মেম্বার আমার জমির আইল কাটলে আমার ছেলে বাধা দেয়। তখন কামাল মেম্বার তার হাতে থাকা কাচি ও টেঁটা দিয়ে আমার ছেলে সাদ্দামকে ডিল দিলে সে সরে যায়। সেই টেটা দিয়ে পাল্টা আঘাত করলে তাদের গায়ে লাগে।  কটিয়াদী মডেল থানার ওসি মোঃ মাহাবুবুর রহমান জানান, এ ঘটনায় রাতেই নিহতের মেয়ে ইসরাত জাহান করবী বাদী হয়ে তিনজনকে জ্ঞাত ও তিনজন অজ্ঞাত নামা ব্যক্তিকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। রাতে জালাল উদ্দিন মাস্টার ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।

আপনার জেলার সংবাদ পড়তে