জামালপুরে গৃহবধূকে নির্যাতনের অভিযোগে বাবা-ছেলের কারাদণ্ড

এফএনএস (এস এম এ হালিম দুলাল; জামালপুর) : | প্রকাশ: ৩০ জানুয়ারী, ২০২৬, ০৪:১৯ পিএম
জামালপুরে গৃহবধূকে নির্যাতনের অভিযোগে বাবা-ছেলের কারাদণ্ড

যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতনের অভিযোগে বাবা ও তার ছেলেকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহঃবার (২৯ জানুয়ারী) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক  (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম দুই বছরের কারাদণ্ড দিয়েছেন। সেই সাথে আদালত ছেলেকে ২০ হাজার টাকা এবং বাবাকে ১০ হাজার টাকা জরিমানার আদেশও দিয়েছে। দন্ডপ্রাপ্ত ব্যাক্তিরা হলেন, জেলার মাদারগঞ্জ উপজেলার পলিশা গ্রামের বাসিন্দা মো. মফিজুর রহমান (২৫) এবং তার বাবা মো. তোফাজ্জল হোসেন (৫৫)। রাষ্ট্রপক্ষের আইনজীবী পি.পি এডভোকেট মো. ফজলুল হক সাংবাদিকদের বলেন, মো. মফিজুর রহমান ২০১৪ সালে জামালপুর সদর উপজেলার ফুলবাড়িয়া গ্রামের মো.সুরুজ্জামান (ছক্কু) র মেয়ে মোছাঃ সানিয়া আক্তারকে বিয়ে করেন। বিয়ের সময় মফিজুর নগদ টাকা এবং আসবাবপত্র যৌতুক হিসেবে দেড় লক্ষ টাকা নিয়েছিলেন। বিয়ের পর মো. মফিজুর এবং তার বাবা আরও যৌতুকের জন্য তার উপর চাপ সৃষ্টি করেন। সনিয়া যৌতুকের দাবি পূরণে ব্যর্থ হওয়ার তারউপর নির্যাতন শুরু হয়। এরপর নির্যাতন এড়াতে সে তার বাবার বাড়িতে চলে গিয়েছিল এবং বাবার বাড়িতে বসবাস করতে থাকে মাঝে মাঝে স্বামীর বাড়িতে আসতো। এরপর গত ১৩ জুলাই, ২০১৬ সকালে মফিজুর সানিয়া আক্তারের বাবার বাড়িতে যেয়ে যৌতুকের জন্য সংঘর্ষে লিপ্ত হন। যৌতুক নিয়ে ঝগড়ার এক পর্যায়ে মফিজুর সানিয়া আক্তারকে নির্মমভাবে মারধর করে এবং গুরুতর আহত করে। ঘটনার পর সানিয়া নারী ও শিশু নির্যাতন দমন  ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম ৪ জন সাক্ষী এবং প্রাসঙ্গিক নথিপত্র