নাগেশ্বরীতে উষ্ণতার চাঁদর বিতরণ

এফএনএস (হাফিজুর রহমান হৃদয়; নাগেশ্বরী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ৩০ জানুয়ারী, ২০২৬, ০৪:২১ পিএম
নাগেশ্বরীতে উষ্ণতার চাঁদর বিতরণ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় শীতার্তদের মাঝে গায়ের চাঁদর বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার হাসনাবাদে রোটারি ক্লাব অব উত্তরা'র সহযোগিতা ও ইউনিফাইড ডেভেলপমেন্ট এন্ড এমপাওয়ারমেন্ট ফাউন্ডেশন (টউঊঋ) এবং ব্যাচ’৯৯ হাসনাবাদ এর আয়োজনে বিভিন্ন এলাকার নারী, বৃদ্ধ ও প্রতিবন্ধীসহ ২৫০ পরিবারের মাঝে এসব চাঁদর বিতরণ করা হয়। নাগেশ্বরী প্রেসক্লাবের ব্যাবস্থাপনায় শীতবস্ত্র চাঁদর বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্যাচ’৯৯ হাসনাবাদ-এর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিন্টু, নাগেশ্বরী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মওলা সিরাজ, সাংগঠিনিক সম্পাদক হাফিজুর রহমান হৃদয়, কোষাধ্যক্ষ লতিফুর রহমান লিংকন, সমাজকর্মী আশিকসহ অনেকে। ব্যাচ’৯৯ হাসনাবাদৎর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিন্টু বলেন, দেশের সীমান্তঘেষা দরিদ্র এ জেলার লোকেরা ভৌগোলিক কারণে শীত ও বর্ষায় ভীষণ কষ্টে দিন পার করে। আজকের শীতবস্ত্র বিতরণে রোটারি ক্লাব অব উত্তরা’র মাহাদী হাসান আমাদের অবহেলিত জেলার শীতার্তদের জন্য যে সহযোগিতা ও আন্তরিকতা দেখিয়েছেন, আশা করছি আগামীতে তা অব্যাহত থাকবে। কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ইউডিইএফ এর ফাউন্ডার ইঞ্জিনিয়ার আব্দুস সালাম সুজা, নাগেশ্বরী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মওলা সিরাজ, ব্যাচ’৯৯ এর সভাপতি মতিউর রহমান এবং প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দের সহযোগিতা ছাড়া সুষ্ঠুভাবে এ অনুষ্ঠান সম্পাদন করা কঠিন ছিল।

আপনার জেলার সংবাদ পড়তে