তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান আবু সাঈদের বাবা

এফএনএস অনলাইন: | প্রকাশ: ৩০ জানুয়ারী, ২০২৬, ০৫:৩৬ পিএম
তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান আবু সাঈদের বাবা
ছবি, সংগৃহিত

তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন জুলাই অভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে সাংবাদিকদের মকবুল হোসেন বলেন, “আশা করি তারেক রহমানের নেতৃত্বে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং শহিদদের আত্মত্যাগের ফল হিসেবে একটি উন্নত, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে উঠবে। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে জুলাই আন্দোলনের শহিদদের স্বপ্ন পূরণ হবে।”

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলছেন, শহীদ আবু সাঈদের বাবার এই বক্তব্য উত্তরাঞ্চলে বিএনপির সমর্থনকে আরও শক্তিশালী করবে।