সৈয়দপুরে মাদক ব্যবসায়ী আটক

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৩০ জানুয়ারী, ২০২৬, ০৫:৩৮ পিএম
সৈয়দপুরে মাদক ব্যবসায়ী আটক

নীলফামারীর সৈয়দপুরে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক সাংবাদিককে আটক করা হয়েছে। ২৮ জানুয়ারি তাঁকে আটক করে র‌্যাব সদস্যরা। এটি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ রেজাউল করিম রেজা। র‌্যাবের একটি দল সোমবার গভীর রাতে সৈয়দপুর উপজেলার মতির মোড় এলাকায় অভিযান চালিয়ে মোঃ মোকছেদুল ইসলাম পারভেজ (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। তিনি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার নজরুল ইসলামের ছেলে। সে সৈয়দপুরে এসে প্রথমে বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে পড়ে। তারপর হঠাৎ করে বাংলাদেশ প্রেসক্লাব নামে একটি সংগঠনের সৈয়দপুর উপজেলা সভাপতি হয়ে বসে। এরপর স্বামী ও স্ত্রী মিলে পৌরসভার সরকারি জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ করে সেখানে থাকতেন। বর্তমানে উভয়ে গ্রেফতার হয়ে জেল হাজতে রয়েছে। আটকের সময় তার কাছ থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাকে সৈয়দপুর থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম  জানান, র‌্যাবের অভিযানে সোমবার রাতে তাকে আটক করা হয়। পরবর্তীতে তাকে  সোপর্দ করা হলে জব্দকৃত মাদকদ্রব্যের ভিত্তিতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে