রাজশাহী-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে গণসংযোগ

এফএনএস রাজশাহী: | প্রকাশ: ৩০ জানুয়ারী, ২০২৬, ০৬:০৬ পিএম
রাজশাহী-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে গণসংযোগ

রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মোঃ শরিফুল ইসলাম জনি’র নেতৃত্বে শুক্রবার বিকেল ৪ ঘটিকায় নগরীর ৬নং ওয়ার্ডের রেললাইন সংলগ্ন এলাকায় গণসংযোগ শুরু করে রাজশাহী মেডিক্যাল কলেজ ক্যাম্পাস কোয়াটার এলাকায় বাড়ী বাড়ী গিয়ে লিফলেট দিয়ে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান করেন। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ সোহেল রানা, রাজশাহী জেলা কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক শাহাদৎ হোসেন রনি,রাজপাড়া থানা বিএনপি নেতা শাকিল আহম্মেদ,  মহানগর যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও ৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ সালমগীর হোসেন, মহানগর যুবদলের সদস্য নীরব খাঁন তারেক, মোঃ খালিদ, মশিউর রহমান হৃদয়, তানভির আহম্মেদ ফিরোজ, ফরিদ হোসেন, ফজলে রাব্বী, আবুল ক্বালাম, সারমাদ আলী, ওয়াসিম হোসেন, মারুফ হোসেন, নাহিদ হাসানসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা। মেডিকেল ক্যাম্পাস হয়ে নগরীর টিবি পুকুর এলাকায় গণসংযোগ করেন যুবদলের নেতা কর্মীরা।

আপনার জেলার সংবাদ পড়তে