নওগাঁর ধামইরহাটে প্রতিপক্ষের রাসায়নিক প্রয়োগে ৩ একর জমির সরিষা ক্ষেত নষ্ট হয়েছে। উপজেলার দক্ষিন ফারসিপাড়া মৌজাস্থ্য গোড়খাইতাড়া গ্রামের বজলুর রহমানের ছেলে ফারুক হোসেন দাবি করেন, ‘পার্শ্ববর্তী চকসুবিদ গ্রামের আনিসার রহমানের পুত্র রেজাউল করিম তার লোকজন নিয়ে রাতে চুপি চুপি এর আশায় নিয়ে প্রয়োগ করে সরিষার ক্ষতি করে, ইতিপূর্বেও রেজাউল গং আমাদের বিভিন্ন হুমকি দিয়ে আসছিল বটে। এই বিষয়ে ধামইরহাট থানায় রেজাউল করিম সহ তিন জনকে অভিযুক্ত করে অভিযোগ দাখিল করেন। মুঠোফোনে অভিযুক্ত রেজাউল করিমের নিকট রাসায়নিক প্রয়োগে সরিষা নষ্ট করার বিষয়ে জানতে চাইলে, তিনি সরিষা ক্ষেত রাসায়নিক প্রয়োগে সরিষা নষ্ট করেননি বলে অভিযোগ অস্বীকার করে বলেন ‘আমি কিছুই জানি না, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। ’ অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ধামইরহাট থানার এ.এস.আই মতিউর রহমান বলেন, ‘আমি সরিষাক্ষেত পরিদর্শন করেছি, সরিষা নষ্ট হয়েছে দেখেছি, তবে ওসি স্যারের নির্দেশ মোতাবেক আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।