চাটমোহরে নদের পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ৩০ জানুয়ারী, ২০২৬, ০৬:৩১ পিএম
চাটমোহরে নদের পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি

চাটমোহর পৌর সদরের নতুন বাজারের পাশে শম্ভু কুন্ডুর মোড়ে বড়াল নদের পাড় ও সরকারি জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়েছেন এলাকাবাসী। চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিতভাবে আবেদন জানিয়ে এই দাবি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে,শাম্ভুবাবুর মোড়ে বড়াল নদের ঘাট ছিলো। এই ঘাটে এক সময় সকল প্রয়োজনী কাজ করা যেতো। কিন্তু গত কয়েক বছর যাবত ঘাট ও নদের পাড় ধীরে ধীরে দখল করা হয়েছে। গড়ে তোলা হয়েছে অবৈধ স্থাপনা। এখানে যে ঘাট ছিলো,তা আর বোঝার উপায় নেই। দখলদাররা ঘাটটির অস্তিত্ব বিলীন করেছে। বড়াল নদ চালু করার আন্দোলন চলছে। নদটি সচল হবে বলে এলাকাবাসীর আশা। সে কারণে ঘাট ও সরকারি জায়গায় স্থাপিত অবৈধ স্থাপনা উচ্ছেদ এখন সময়ের দাবি। এলাকাবাসী অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা নির্বাহী কর্মকর্তা তথা পৌর প্রশাসকের হস্তক্ষেপ দাবি করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে