রংপুরের পীরগঞ্জে জুলাই অভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।
উপজেলার বাবনপুর গ্রামে শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় পৌঁছে তিনি কবর জিয়ারত করেন এবং শহিদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজখবর নেন।
এ সময় তিনি শহিদ আবু সাঈদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। দলীয় সূত্র ও স্থানীয় প্রতিবেদন অনুসারে, বিকেল পৌনে ৬টার দিকে পীরগঞ্জে পৌঁছে তারেক রহমান কবর জিয়ারত করেন। এরপর শহিদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং হত্যাকাণ্ডের বিচার দ্রুত কার্যকর করার দাবি শোনেন।
শহিদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনসহ পরিবারের সদস্যরা তারেক রহমানের সঙ্গে কথোপকথনে তাদের আশা-আকাঙ্ক্ষা প্রকাশ করেন।
এই জিয়ারতের পর তারেক রহমান রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে নির্বাচনি জনসভায় যোগ দিবেন। সেখানে মাগরিবের নামাজের পর বক্তব্য দিবেন। জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত আছেন।