ভোট দিয়ে প্রমাণ করুন বগুড়া বিএনপির ঘাঁটি: পথসভায় তারেক রহমান

এফএনএস অনলাইন: | প্রকাশ: ৩০ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৫ পিএম
ভোট দিয়ে প্রমাণ করুন বগুড়া বিএনপির ঘাঁটি: পথসভায় তারেক রহমান
ছবি, সংগৃহিত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে একনজর দেখতে মহাস্থান থেকে মোকামতলা পথসভায় লাখো মানুষের ঢল নেমেছিল। আজ শুক্রবার বিকেল ৩টায় এমন দৃশ্য চোখে পড়ে বগুড়ার শিবগঞ্জের মোকামতলা বাসস্ট্যান্ডে নির্বাচনী পথসভায়।

পথসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, “ধানের শীষ যতবারই জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেয়েছে, ততবারই দেশ ও এলাকার উন্নয়নে কাজ করেছে। প্রিয় মোকামতলাবাসী, আমরা আবারও আপনাদের এলাকার উন্নয়ন করতে চাই। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করুন।” 

বিএনপি চেয়ারম্যান আরও বলেন, “বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি। মহান আল্লাহ সুযোগ দিলে দেশ ও দেশের মানুষের কাজে নিয়োজিত হতে পারি, এ জন্য সবার দোয়া চাই।”

এর আগে বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, এই মসজিদটি করা হয়েছিল বগুড়ার মানুষের জন্য। আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন বগুড়ার মতো জায়গায় এমন একটি মসজিদ গড়ে তোলার। মসজিদের এখনো অনেক কাজ বাকি আছে। যেভাবে পরিকল্পনা করেছিলাম তা বাস্তবায়ন হয়নি। আল্লাহ আমাদের সুযোগ দিলে আগামী মসজিদটি সুন্দর ভাবে গড়ে তোলা হবে। যাতে এটি নিয়ে বগুড়ার মানুষ গর্ব করতে পারে। সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আল্লাহ যদি আমাদের সুযোগ দেন তাহলে আমরা আগামীতে দেশের দায়িত্ব পেলে সমগ্র দেশে কাজ করা হবে।

মোকামতলায় পথসভায় আরও বক্তব্য রাখেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার এমপি প্রার্থী মীর শাহে আলম।

আপনার জেলার সংবাদ পড়তে