অভয়নগরে আলো'র আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) : | প্রকাশ: ৩০ জানুয়ারী, ২০২৬, ০৭:২১ পিএম
অভয়নগরে আলো'র আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

যশোরের অভয়নগরে 'অভয়নগর লেডিস অর্গানাইজেশন' নামে একটি সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকালে কম্পিউটার লিট্ল জুয়েলস্ স্কুলের সভাকক্ষে এই আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়। আলো'র সভাপতি ও কম্পিউটার লিট্ল জুয়েলস্ স্কুলের অধ্যক্ষ মাহফুজা বেগমের সভাপতিত্বে অনুুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক জান্নাতুন নাঈম। সদস্য শারমিন চৌধুরির  সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা ও নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ রবিউল হাসান, কম্পিউটার লিট্ল জুয়েলস্ স্কুলের চেয়ারম্যান আমিনুর রহমান খান বাবু ও বিশিষ্ট ব্যবসায়ী ওলিয়ার রহমান খোকন।  এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি সুলতানা পারভীন, সাংগঠনিক সম্পাদক মর্জিনা আক্তার, সহসাংগঠনিক সম্পাদক রিনা খন্দকার, সদস্য শাম্মি আক্তার, সাহারা হাসান, নাজমুন নাহার, ইলা বিকাশ, সামিনা জাহান, কাকলী ঘোষ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আলো'র সভাপতি মাহফুজা বেগম তার বক্তব্যে বলেন, মহৎ উদ্দেশ্য সাধনের লক্ষ্যে মানবিকতা চর্চার মাধ্যমে আত্মিক ও বাহ্যিক মানসিকতার উন্নয়ন সাধন। কর্মসংস্থান, শিক্ষা এবং সামাজিক জীবনে নারীদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা, সক্ষম ও সহজ করা। নারীদের প্রতি সহিংসতা রোধে নারীকে দৃঢ় আত্মপ্রত্যয়ী হতে সহযোগিতা করা এই সংগঠনের মূল উদ্দেশ্য।