যশোরের কেশবপুর পৌরসভার ০৫নং ওয়ার্ড জামায়াতের শ্রমিক ফেডারেশনের সভাপতি আমজাদ মোড়ল বিএনপিতে যোগদান করেছেন। তিনি যশোর -৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদের হাতে ফুল তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ওয়ার্ড বিএনপির সভাপতি ডাক্তার আনিছুর রহমানের সভাপতিত্বে ধানের শীষ প্রতীকের নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সভাপতি ও যশোর -৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, হুমায়ুন কবির সুমন। পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান বিশ্বাসের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল হালিম অটল, ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।