এলাকাবাসীর উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ

এফএনএস (রেজাউল করিম; ঈদগাঁও, কক্সবাজার) : | প্রকাশ: ৩০ জানুয়ারী, ২০২৬, ০৭:২৮ পিএম
এলাকাবাসীর উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ

সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করবে জাতীয় সাংবাদিক সংস্থা ঈদগাঁও উপজেলা। নেতৃবৃন্দ রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ খ্যাত সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের লেখনীর স্বাধীনতা নিশ্চিত করতে চায়। তাদের মতে, সাংবাদিকতা নিবেদিত হবে দেশ ও জাতির সেবায়। ২৯ জানুয়ারি বৃহস্পতিবার রাতে ঈদগাঁওতে অনুষ্ঠিত সাংবাদিকদের আনন্দ সম্মিলন ও প্রীতিভোজে অংশগ্রহণকারী সাংবাদিকরা এ প্রত্যয় ব্যক্ত করেন। জাতীয় সাংবাদিক সংস্থা ঈদগাঁও উপজেলা কমিটি তাদের নবযাত্রা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে। সাংবাদিকদের পাশাপাশি আনন্দ যাত্রা ও প্রীতিভোজে অংশ নেন স্থানীয় বিভিন্ন শ্রেণী- পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমন্ত্রিত অতিথিরা সংগঠনটির জন্য শুভকামনা জানান।  তারা এ সংগঠনের সাংবাদিকদের ভবিষ্যৎ উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন। উপস্থিত সুধী মহল অভিমত প্রকাশ করেন, এলাকার সার্বিক উন্নয়ন বিশেষ করে দরিদ্র, অসহায়, পিছিয়ে পড়া ও অবহেলিত জনগোষ্ঠীর কল্যাণে কর্মরত সাংবাদিকদের সংবাদ সেবা প্রদান করতে হবে। সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী বিশেষ করে শারীরিক ভাবে অক্ষম, প্রতিবন্ধী ও উন্নয়ন বঞ্চিত শ্রেণী- গোষ্ঠীর দৈনন্দিন দুঃখ-দুর্দশা, অভাব-অনটন, সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো সংবাদ মাধ্যমে তুলে ধরতে হবে। এলাকার কীর্তিমান, মেধাবী ও অগ্রসর মানুষের সফলতার কাহিনী প্রকাশ করতে হবে। স্থানীয় রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থাপনা, হাট-বাজারের সুবিধা ও অসুবিধা, গণ -শৌচাগার, পানি নিষ্কাশন ব্যবস্থা সহ সার্বিক উন্নয়নে সাংবাদিকদের মনোযোগ দিতে হবে। দূর্নীতি, অনিয়ম, অ-ব্যবস্থাপনা, অপরাধ প্রবণতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সাংবাদিকরা নিরলস ভূমিকা রাখতে পারেন। নেশাময় সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করতে পারলে দেশ ও জাতি উপকৃত হবে বলে মনে করেন আগত অতিথিরা। আয়োজনে অতিথিদের শুভেচ্ছা জানান জাতীয় সাংবাদিক সংস্থা ঈদগাঁও উপজেলা কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম সহ অন্য নেতৃবৃন্দ। অংশগ্রহণকারী অতিথিদের মধ্যে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি ঈদগাঁও ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব আবু সিদ্দিক, ঈদগাঁও মেডিকেল সেন্টারের স্বত্বাধিকারী ও ব্যবস্থাপনা পরিচালক এহসানুল হক, ঈদগাঁও আধুনিক হাসপাতালের কো-অর্ডিনেটর এবং হেড অফ মার্কেটিং আবছার কামাল, বিশিষ্ট ব্যবসায়ী তাওহীদুল করিম, চৌফলদণ্ডীর ইঞ্জিনিয়ার মামুন শরীফ, ঈদগাঁও ইউনিয়ন বিএনপি'র প্রচার সম্পাদক হেলাল উদ্দিন, চিত্র শিল্পী নুরুল হুদা বাহারিসহ অনেকে। সাংবাদিক সংস্থার অন্য নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সহ-সভাপতি এম, ছরওয়ার সিফা, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর আলম, সাংগঠনিক সম্পাদক রাশেদুল আমির চৌধুরী, সদস্য মোঃ আরিফুল ইসলাম, সদস্য হোসাইন শরীফসহ কমিটির অন্যান্যরা।

আপনার জেলার সংবাদ পড়তে