একতা ব্লাড ডোনার সোসাইটির তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ১২ জানুয়ারী, ২০২৫, ০১:২২ পিএম
একতা ব্লাড ডোনার সোসাইটির তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী

কুষ্টিয়ার দৌলতপুরের মানিক দিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ শনিবার বিকেলে বিনামূলে রক্তদান কর্মসূচির একতা ব্লাড ডোনেট সোসাইটির উদ্যোগে তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একতা ব্লাড ডোনেট সোসাইটির প্রতিষ্ঠাতা পরিচালক মো: আতিক হাসান আদর এর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক মো:সাইফুল ইসলাম (শাহীন) বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন তালা বুনিয়া ডায়াগনস্টিক সেন্টার এর প্রতিষ্ঠাতা ডা: আবুল হোসেন, ডা: তৌহিদ হাসান, শিক্ষক মো: সাঈদ হোসেন সেলিম, মো: সাকিব আল হাসান (হিমেল), অনুষ্ঠানে একতা ব্লাড ডোনার সোসাইটির সকল সদস্যদের টি শার্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে দৌলতপুর উপজেলা বিভিন্ন এলাকার প্রায় অর্ধশতাধিক একতা ব্লাড ডোনার সোসাইটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। ম্যাডোনা সোসাইটি উল্লেখ্য ব্লাড ডোনাই সোসাইটি মুমূর্ষ রোগীদের বিনামূল্যে রক্ত সরবরাহ করে থাকে।


আপনার জেলার সংবাদ পড়তে