মুন্সীগঞ্জের সিরাজদিখানের তালতলা বাজারের টিন ও হার্ডওয়্যার ব্যবসায়ি আবুল বেপারিকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ায় অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে তালতলা বাজারের অদুরে ফুরশাইল গ্রামে।
সিরাজদিখান থানার অভিযোগ সূত্রে জানা যায়, আবুল বেপারি (৪০) ও তার ভাই জাহাঙ্গীর বেপারি (৫৬) তালতলা বাজারে তাদের দোকান বন্ধ করে মোটর বাইক যোগে বাড়ি যাচ্ছিলেন। ফুরশাইল গ্রামে নিজ বাড়ির কাছাকাছি বাগানবাড়ীর সামনে পৌঁছালে, একই গ্রামের মো. নিঝুম (২৭), ইমন (৩৫), জিকু (৩৩), বিদ্যুৎ (২৮) ও জিসান (২৫)সহ আরো ৫/৬ মোটর সাইকেলের গতি রোধ করে। দেশীয় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে দুই ভাইকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে আহত করে। এসময় সাথে থাকা ৬৫ হাজার ৮ শত টাকা তারা ছিনিয়ে নেয়। জীবন নাশের হুমকীসহ নানা ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়।
আবুল বেপারি জানান, প্রতিদিনের মত দোকান বন্ধ করে গতকাল (শনিবার) রাতে বাড়ি যাওয়ার সময় তারা আমাদের পথ রোধ করে বাজে ভাষায় গালিগালাজ করে, এরপর এলোপাথাড়ি মারধর শুরু করে। তারপর সাথে থাকা ৬৫ হাজার ৮শত টাকা নিয়ে যায়। পাঁচ জনকে চিনি বাকি ৫/৬ জনকে চিনি না। তারা আমাদের একই গ্রামের। তাদের সাথে আমাদের কোন শত্রুতা নাই। আমরা স্থানীয় ভাবে প্রথমিক চিকিৎসা নিয়ে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করেছি।
এ বিষয়ে বিবাদীদের সাথে যোগাযোগ করলে, তাদের পাওয়া যায় নাই।
সিরাজদিখান থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, অভিযোগ পেয়েছি, তদন্তাধীন আছে, সাব ইন্সপেক্টর মঞ্জুরুল বিষয়টি তদন্ত করতেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।