কারাবন্দি বিডিআর সদস্যদের মুক্তি চেয়ে গজারিয়ায় মানববন্ধন.

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ১২ জানুয়ারী, ২০২৫, ০৩:০৩ পিএম
কারাবন্দি বিডিআর সদস্যদের মুক্তি চেয়ে গজারিয়ায় মানববন্ধন.

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় কারাগারে আটক নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি চেয়ে মুন্সীগঞ্জের গজারিয়ায় মানববান্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্বজনরা। 

বিডিআর কল্যাণ পরিষদ মুন্সীগঞ্জ  জেলার ব্যানারে গতকাল রবিবার  সকাল ১১টার দিকে ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

প্রকৃত দোষীদের শনাক্ত করে তাদের বিচারের দাবি জানিয়ে মানববন্ধনে উপস্থিত স্বজনরা বলেন,বিগত হাসিনা সরকারের নীল ষড়যন্ত্রের পরিকল্পনার অংশ হিসেবে পিলখানায় সংঘটিত নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় বিনা বিচারে ১৬ বছর ধরে নিরপরাধ বিডিআর সদস্যদের কারাবন্দি করে রাখা হয়েছে। তাদের মুক্তির ব্যবস্থা করতে আমরা অন্তর্র্বতী সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি।

মানববন্ধনে উপস্থিত এক নারী নিজেকে একজন বিডিআর সদস্যের মেয়ে পরিচয় দিয়ে বলেন, আমার বাবা ঢাকা পিলখানায় কর্মরত ছিলেন। ওই ঘটনার পর তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে বারবার রিমান্ডে নেওয়ার পরও তাঁর কোনো দোষ পাওয়া যায়নি। তিনি আদালতের মাধ্যমে নির্দোষ প্রমাণিত হন। এরপরও তাঁকে এখনো জেল খাটতে হচ্ছে। আমি আমার বাবার মুক্তি চাই এবং চাকরিতে পুনর্বহাল চাই।

মানববন্ধনে গজারিয়ার ৬০ জন চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাঁদের স্বজনেরা উপস্থিত ছিলেন। এসময় সাজাপ্রাপ্ত সকল বিডিআর সদস্যদের পক্ষ থেকে পিলখানা হত্যাকাণ্ড মামলার পুনঃতদন্ত, কারাবন্দি তৎকালীন বিডিআর (বিজিবি) সদস্যদের মুক্তি, মামলার সব রায় বাতিলসহ তিনটি দাবি জানানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে