পৌষের হাড় কাঁপানো শীত আর মৃদু শৈত্যপ্রবাহের কারণে পাবনার সুজানগরের শ্রমজীবী মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে হার কাঁপানো শীত কারণে কৃষি শ্রমিকরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে। উপজেলার ১০টি ইউনিয়নের প্রতিটি গ্রামে শত শত শ্রমজীবী মানুষ রয়েছে। ঐসব শ্রমজীবী মানুষ চলতি মৌসুমে পেঁয়াজ রোপণ করাসহ বিভিন্ন ধরনের কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে থাকেন। তাছাড়া অন্যান্য সময়ের চেয়ে এ সময় শ্রমিকের মজুরীও বেশি। অন্য মৌসুমে শ্রমিকরা কাজ করে প্রতিদিন ৫০০/৬০০ টাকা পেলেও চলতি মৌসুমে কাজ করলে প্রতিদিন ৬০০থেকে ৮০০টাকা পর্যন্ত পায়। কিন্তু পৌষের হাড়কাঁপানো শীতের পাশা-পাশি শৈত্যপ্রবাহের কারণে শ্রমিকেরা কাজে যেতে পারছেন না। তীব্র শীতের কারণে কেউ তাদের কাজে নিচ্ছেন না। এদের মধ্যে কোন কোন শ্রমিক কাজ পেলেও অসহনীয় শীতের কারণে ২/৩ ঘন্টা কাজ করেই বাড়ি ফিরে আসছেন। আর সেকারণে মজুরীও পাচ্ছেন কম। উপজেলার মানিকহাট গ্রামের ভুক্তভোগী শ্রমিক এজের আলী জানান, ৭০০ টাকা মজুরী মিটিয়ে একই গ্রামের আব্দুল জব্বারের জমিতে পেঁয়াজ রোপণ করতে গিয়েছিলাম। কিন্তু তীব্র শীতের কারণে ২/৩ ঘন্টা কাজ করেই বাড়ি ফিরে আসতে হয়েছে। আর ২/৩ ঘন্টা কাজ করার কারণে মজুরীও পেয়েছি কম। ফলে এমতাবস্থায় এলাকার শ্রমজীবী মানুষ পরিবার পরিজন নিয়ে দুর্দিন যাপন করছেন।