কিশোরগঞ্জের হাওরে নদী ভাঙন রোধ হচ্ছে না

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১২ জানুয়ারী, ২০২৫, ০৬:২৬ পিএম
কিশোরগঞ্জের হাওরে নদী ভাঙন রোধ হচ্ছে না

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার আছানপুর, বলিয়ারদী, মাইজচর ইউনিয়নের কয়েকটি গ্রাম, আয়নারগোপ সহ ঘোড়াউত্রা নদীর ভাঙন থামছে না। যদিও এসব এলাকায় পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে নদীরক্ষা বাঁধের কাজ চলমান রয়েছে। তথাপি পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে জিও ব্যাগ এখনো পর্যন্ত না দেওয়ার কারণে এসব ভাঙন রয়েছে বলে নদী তীরবর্তী এলাকার জনগণের অভিযোগ। এদিকে নিকলী উপজেলার ছাতিরচর ইউনিয়ন, শিংপুর ইউনিয়নের শিংপুর এপার ও ওপারে মিলে ৩টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। কিন্তু এসব এলাকায় নদী ভাঙনে কবলিত হয়ে শিংপুরের দেয়াল প্রতিরক্ষা বাঁধটি বর্তমানে হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। যদিও শিংপুর ইউনিয়নের নদীর ঐ পাড়ে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ২জন ঠিকাদারের কাজ চলমান থাকলেও কাজের গুণগত মান নিম্ন হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। গত ২০২৩ এর শেষ দিকে ২টি উপজেলার ৬টি প্রকল্পের আওতায় নদী রক্ষা বাঁধের জন্য ১৬২ কোটি টাকার কাজ ২০২৬ সালে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে