মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ছাত্রলীগ নেতা কাউসার আহমেদ তুহিন কে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার বেলা সাড়ে দশটায় উপজেলার বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কাউসার আহমেদ তুহিন (২৯) উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি উত্তর পাড়া গ্রামের মোঃ খোকন প্রধানের এর ছেলে। সে ঢাকা দক্ষিণ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, এবং মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক বলে জানা যায়।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায় তার বিরুদ্ধে সাংবাদিক কর্মী মারধর, গত ৩ আগস্ট হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীর উপর হামলা করার অভিযোগ পাওয়া যায়। সে বালুয়াকান্দি ইউপি চেয়ারম্যান শহিদুজ্জামান জুয়েল এর এক নং ক্যাডার বলে জানা যায়।
গজারিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার আলম আজম জানানা, আসামি কে গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নে চরবলাকী বিএনপির পার্টি অফিস ভাংচুর মামলায় গ্রেফতার করা হয়, তার বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর এলাকায় হামলার ঘটনায় জরিত থাকার অভিযোগ রয়েছে, আসামি কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।