ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা

সীমান্তে বেড়া নির্মাণে বাংলাদেশের সহযোগিতা আশা করে ভারত

এফএনএস
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ১২ জানুয়ারী, ২০২৫, ০৬:৫১ পিএম
সীমান্তে বেড়া নির্মাণে বাংলাদেশের সহযোগিতা আশা করে ভারত

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা সীমান্তে অপরাধ দমনে বাংলাদেশ-ভারতের যৌথ প্রচেষ্টা সহযোগিতার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। রোববার (১২ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার জন্য দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বিজিবি একযোগে কাজ করছে এবং তারই অংশ হিসেবে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়টি বাস্তবায়িত হবে।

ভারতীয় হাইকমিশনার জানান, সীমান্তে চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ মোকাবিলায় বাংলাদেশ ভারত উভয়ই একযোগভাবে কাজ করার জন্য বদ্ধপরিকর। তিনি আশা প্রকাশ করেন, সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপন এবং অপরাধ দমনের বিষয়ে বাংলাদেশ সহযোগিতা করবে। এর আগে, সীমান্তে উত্তেজনা সৃষ্টি হওয়ায় ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল এবং তিনি কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়ে ব্যাখ্যা প্রদান করেন।

এদিকে, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, বিজিবি এবং স্থানীয় জনগণের শক্ত অবস্থানের কারণে ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে। তিনি বলেন, " ধরনের প্রতিবন্ধকতা সত্ত্বেও বিজিবি এবং বিএসএফের মধ্যে নিয়মিত যোগাযোগ অব্যাহত আছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে কূটনৈতিক পদক্ষেপ নিতে প্রস্তুত।"

তিনি আরও বলেন, "বিগত সরকারের সময়ে সীমান্তে বেড়া নির্মাণের জন্য যে অসম সমঝোতা চুক্তি হয়েছে, তা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" আগামী ফেব্রুয়ারিতে বিজিবি বিএসএফের ডিজি পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

এছাড়া, সীমান্তে চোরাচালান এবং অন্যান্য অপরাধ দমনে বাংলাদেশ-ভারতের মধ্যে সমঝোতা বাস্তবায়ন এবং কঠোর পদক্ষেপের ক্ষেত্রে একত্রিত হয়ে কাজ করার আশা প্রকাশ করেছেন ভারতের হাইকমিশনার।

আপনার জেলার সংবাদ পড়তে