জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের লিফলেট বিতরণ

পিরোজপুরে দু’পক্ষের হাতাহাতি

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ১২ জানুয়ারী, ২০২৫, ০৭:২২ পিএম
পিরোজপুরে দু’পক্ষের হাতাহাতি

পিরোজপুরে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দু’পক্ষের মধ্যে হাতাহাতি ও উত্তেজনার মধ্য দিয়ে জুলাই ঘোষনাপত্রের লিফলেট বিতরণ হয়েছে। 

রোববার দুপুরে দু’পক্ষের পাল্টাপাল্টি লিফলেট বিতরণকে কেন্দ্র করে স্থানীয় টাউন ক্লাব মাঠে এ হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করলে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। এসময় বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা-কর্মীরা পিরোজপুরের জাতীয় নাগরিক কমিটির নেতা কর্মীদের বয়কট করেন।

কেন্দ্র থেকে দেশজুড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি জৃুলাই বিপ্লবের ঘোষণাপত্র সম্বলিতয় লিফলেট বিতরণ এবং জনসংযোগ করার সিদ্ধান্ত নেয়। পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতা-কর্মীরা কেন্দ্র ঘোষিত কর্মসূচি মেনে লিফলেট বিতরণ ও জনসংযোগ করে। এ দু’পক্ষের পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলতে থাকায় রোববার দুপুরে পিরোজপুর শহরে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একই সময়ে লিফলেট বিতরণ করে। লিফলেট বিতরণ শেষে দু’পক্ষ  টাউন ক্লাব মাঠে জড়ো হয়ে আলোচনা সভা করে। এসময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি, হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। গত বছরের ১৬ সেপ্টেম্বর বিকেলে পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের মতবিনিময় সভায় পিরোজপুর জেলা শাখার কমিটি নিয়ে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময়  শাহরিয়ার আমীন সাগর ও মুসাব্বির মাহমুদ সানি নিজেদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবি করলে তাদের মেনে নেননি বেশ কিছু সাধারণ শিক্ষার্থী। এরপর থেকে পিরোজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দু’গ্রুপে বিভক্ত হয়ে যায়। এ দু’গ্রুপের একটি জাতীয় নাগরিক কমিটি এবং অন্য একটি বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়া শুরু করে।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য শাহনেওয়াজ অভি, জাভেদ হাসান ও অন্যান্যরা জাতীয় নাগরিক কমিটির সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে, এ বিষয়ে সরকারকে কি তারা প্রশ্ন করতে পেরেছে। জুলাই-আগস্ট বিপ্লবে যারা শহিদ হয়েছেন তাদের রক্তের জন্য হলেও এই জুলাই ঘোষনা পত্রটি বাস্তবায়ন হওয়া জরুরী বলে মনে করেন তারা।

অন্যদিকে জেলা জাতীয় নাগরিক কমিটির সদর উপজেলার নেতা মুসাব্বির মাহমুদ সানি গনমাধ্যমকে বলেন, ওরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ নয়, ওরা গুটি কয়েক লোক বৈষম্য বিরোধী কমিটি এবং নাগরিক কমিটি যাতে পৃথকভাবে জেলা কমিটি গঠন করতে না পারে সে জন্য জটলা সৃষ্টির পায়তারা করছে। সানি বলেন, আমাদের তিনটি উপজেলায় কমিটি রয়েছে। এসময় শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ জাতীয় নাগরিক কমিটির সদস্যদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে বলেও তিনি দাবী করেন।

আপনার জেলার সংবাদ পড়তে